আরজিকরের ঘটনায় দোষীদের গ্ৰেফতার ও শাস্তির দাবিতে শহরের রাজপথে আইনজীবী ও লক্লার্ক অ্যাসোসিয়েশন

RGkar


সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান:-

আরজিকরের ঘটনায় দোষীদের গ্ৰেফতার ও শাস্তির দাবিতে শহরের রাজপথে আইনজীবী ও লক্লার্ক অ্যাসোসিয়েশন।

আরজি করে তিলোত্তমা খুনের ঘটনায় দোষীদের গ্ৰেফতার এবং কঠোর শাস্তির দাবিতে আজ শহরের রাজপথে মৌন মিছিল করলেন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান আদালতের আইনজীবীরা।এই মৌন মিছিলে আইনজীবীদের সাথে পায়ে পা মিলিয়েছেন বর্ধমান আদালতের লক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিন তারা বর্ধমান জেলা আদালত থেকে বেরিয়ে বাদামতলা, কার্জনগেট হয়ে ফের আদালতে আসেন।




আরজিকরে তিলোত্তমা খুনের বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে ছাড়া কাউকে গ্ৰেফতার করতে পারেনি সিবিআই বা রাজ্য পুলিশ।এই ঘটনায় অপরাধী দের গ্ৰেফতার এবং গোটা দেশ জুড়ে পথে নেমেছেন সকলে। দোষীদের শাস্তির দাবিতে আজ পথে নামলেন বর্ধমান আদালতের আইনজীবী ও লক্লার্ক অ্যাসোসিয়েশন।