বাংলাদেশের সদ্য প্রাক্তন বিদেশমন্ত্রী হাসান মাহমুদ গ্রেফতার

প্রতীকি ছবি


বাংলাদেশের সদ্য প্রাক্তন বিদেশমন্ত্রী হাসান মাহমুদ গ্রেফতার। বিমানবন্দরেই গ্রেফতার করা হয়েছে তাঁকে এমনটাই কিন্তু খবর। উত্তাল বাংলাদেশ। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তারপরেও উত্তাল অবস্থা। এর মাঝেই দেশ ছাড়ার সময় বিমানবন্দরেই গ্রেফতার করা হল সদ্য প্রাক্তন বিদেশমন্ত্রীকে‌। ঢাকা বিমানবন্দরেই হাসান মাহমুদ গ্রেফতার।

এদিকে আটক হয়েছেন বাংলাদেশের প্রাক্তন টেলি-যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ২ সহযোগীকে নিয়ে দেশ ছাড়তে চেয়েছিলেন হাসিনার মন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ঢাকার শাহজালাল বিমানবন্দরেই আটকে তিনজনকেই ইমিগ্রেশন হেফাজতে রাখা হয়েছে এমনটাই খবর।

ঢাকায় আওয়ামি লিগের একাধিক নেতার বাড়িতে আগুন লাগিয়েছে বিক্ষোভকারীরা। সঙ্গে চলেছে ভাঙচুর, লুঠ। সেনা প্রধানের আশ্বাস সত্ত্বেও কোনো ভাবেই কমছে না হিংসা। একের পর এক চলছে অশান্তি। আওয়ামি লিগের নেতা, মন্ত্রী, সদস্যের বাড়িতে চলছে হামলা। পুড়িয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি। ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে গতকালই হামলা চালিয়েছিল বিক্ষোভকারীরা। গতকাল গণভবনেও চলেছে লুঠ। হাতের সামনে যে যা পেয়েছেন নিয়ে পালিয়েছেন। সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।