জেল থেকে মুক্তি পেলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া

Khaleda Zia


জেল থেকে মুক্তি পেলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। উত্তাল বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে গতকালকেই দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। এরপর দেশ জুড়ে সেনা বাহিনীর শাসন শুরু হয়। দেশের রাষ্ট্রপতি গতকাল বিএনপি নেত্রী খালেদা জিয়াকে জেল মুক্ত করার নির্দেশ দেন আর তারপরেই আজ মুক্তি পেলেন তিনি এমনটাই খবর। 


২০১৮ সাল থেকে জেলবন্দি ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। জিয়া চ্যারিটেবল ট্রাস্টে আর্থিক তছরুপের অভিযোগে ১৭ বছরের জেল হয় খালেদার। 


১৯৯১ সাল থেকে বাংলাদেশে দফায় দফায় ক্ষমতায় এসেছে শেখ হাসিনার আওয়ামী লিগ এবং খালেদা জিয়ার বাংলাদেশ ন্যশনাল পার্টি। ২০০৯ সালে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। 


বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার পর বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে মুক্তির নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। খালেদা জিয়া বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রধান এবং 1991-96 এবং 2001-06 সময়কালে দুইবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।