Sheikh Hasina: বিপাকে শেখ হাসিনা, ভিসা বাতিল করলো আমেরিকা

Seikh Hasina


বিপাকে শেখ হাসিনা, ভিসা বাতিল করলো আমেরিকা। দেশছাড়া বাংলাদেশের (Bangladesh) সদ্যপ্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপাতত রয়েছেন ভারতে। জানা গিয়েছিল তিনি আমেরিকা পাড়ি দেবেন। দেশের অস্থির পরিস্থিতিতে পদত্যাগ করে নিরাপদ আশ্রয়ের খোঁজে আমেরিকার কাছে রাজনৈতিক সহযোগিতা চেয়েছিলেন হাসিনা এমনটাই সূত্রের খবর। তবে আমেরিকার তরফে তাঁর ভিসা বাতিল করা হয়েছে বলে আপাতত খবর। 


গতকালই হাসিনার রাজনৈতিক আশ্রয়ের আবেদন খারিজ করেছে ব্রিটিশ সরকার। দিল্লীকে সেফ প্যাসেজ করে তিনি ব্রিটেনে পাড়ি দিতে পারেন বলে মনে করা হচ্ছিল। ব্রিটিশ সরকার হাসিনার আবেদন খারিজ করতে তিনি ভারতেই অবতরণ করেন। এমনটাই সূত্রের খবর, জানাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমেও। 


জানা গিয়েছে, আপাতত ভারতেই রয়েছেন শেখ হাসিনা। দিল্লিতে গোপন আস্তানায় রাখা হয়েছে বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রীকে। গতকাল গাজিয়াবাদের হিণ্ডন এয়ারবেসে অবতরণ করেন তিনি। তারপর থেকে ভারতেই রয়েছেন। পরবর্তী ডেস্টিনেশন কি হবে তা এখনো জানা যায়নি।