ছেলে ধরা সন্দেহে ফের গণপিটুনি শিকার এক যুবক ঘটনাস্থলে পুলিশ
উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমা। মাটিয়া থানার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মমিনপুর দাসপাড়ার ঘটনা, এক যুবককে ছেলে ভরা সন্দেহে বেঁধে রেখে মারধর শুরু করেছে স্থানীয় যুবকরা ঘটনাস্থলে মাটিয়া থানার পুলিশ।
অভিযোগ ওই যুবক অসংলগ্ন অবস্থায় এলাকায় ঘোরাঘুরি করছিল তার কাছ থেকে একটি বস্তা পাওয়া গেছে তাকে এলাকার বেশকিছু যুবক সন্দেহ করে। এলাকায় যুবক ঘোরাঘুরি করছিল সেই সময় সন্দেহ হয় ওই যুবকের কথা শোনার আগেই তাকে মারধর শুরু করে এলাকার বেশ কিছু গ্রামবাসী।
ইতিমধ্যে রাজ্য প্রশাসন সতর্ক করার নির্দেশিকা জারি করেছে আইন হাতে তুলে নেবেন না, তার জন্য করা ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে ফের ছেলে ধরা সন্দেহ যুবককে মারধর। নির্দেশ থাকা সত্ত্বেও তাহলে কি তাদের কানে সচেতনতার বার্তা পৌঁছাচ্ছে না ফের একবার প্রশ্ন উঠল এই ঘটনাকে ঘিরে।।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊