WB SSC School Teacher List: সুপ্রিম কোর্টের আদেশ না মেনে, 'অযোগ্য' শিক্ষকদের তালিকা প্রকাশের পথে শিক্ষাদপ্তর !
WB SSC School Teacher List: গত ৩ রা জুন থেকে শিক্ষক শিক্ষিকাদের জন্য বিদ্যালয় খুলে গেছে, আর ১০ জুন থেকে শুরু হয়েছে পঠন-পাঠন। এদিকে, কলকাতা হাইকোর্টের ২৬ হাজার চাকরি বাতিলের রায়ে আপাতত স্থগিতাদেশ থাকলেও সুপ্রিম কোর্ট জানিয়েছিলো সকলকেই একটা মুচলেকা দিতে হবে। পরে নিয়োগ ‘অবৈধ’ বলে প্রমাণিত হলে অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে।
কিন্তু গরমের ছুটি শেষে বিদ্যালয় খুললেও বিদ্যালয়ের শিক্ষক-অশিক্ষক কর্মীদের কোন মুচলেকা নেওয়া হয়নি। এমনকি শিক্ষা দপ্তর এই মর্মে কোন বিজ্ঞপ্তি বা নির্দেশিকাও জারি করেনি।
আনন্দ বাজার ডিজিটাল সূত্রে খবর, বিতর্ক এবং আদালত অবমাননা এড়াতে চলতি সপ্তাহেই শিক্ষা দফতরের তরফ থেকে সংবাদমাধ্যমে সিবিআই ও এসএসসির চিহ্নিত 'অযোগ্য' শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।
ইতিমধ্যেই এই তালিকা নিয়ে শনিবার বৈঠক হয়েছে। আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে চলতি সপ্তাহে অযোগ্য শিক্ষকদের তালিকা ও রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ্যে আনবে শিক্ষা দফতর।
প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১৬ স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) প্যানেলে থাকা ২৬ হাজার ৫৭৩ জন শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান শিক্ষক ও শিক্ষাকর্মীরা। শীর্ষ আদালতের অন্তর্বর্তী স্থগিতাদেশের ফলে আপাতত চাকরি বহাল রয়েছে তাঁদের।
চাকরি বহাল রাখলেও সুপ্রিম কোর্ট বেশ কিছু শর্ত আরোপ করেছিলো। তার মধ্যে একটি ছিলো মুচলেকা। শিক্ষা দপ্তর সেই মুচলেকায় স্বাক্ষর না করিয়ে আদালত অবমাননার শাস্তি পেতে পারে। তবে মুচলেকা সই না করিয়ে 'অযোগ্য' শিক্ষকদের তালিকা প্রকাশের পথে কেন হাটছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী এই প্রসঙ্গে জানিয়েছেন, "শিক্ষা দপ্তর ও রাজ্য সরকারের পক্ষ থেকে ২০১৬ সালের প্যানেলের অযোগ্য ব্যক্তিদের নামের তালিকা সংবাদ মাধ্যমে প্রকাশ্যে আনবে শিক্ষা দপ্তর। সুপ্রিম কোর্টের কাছে কেন যোগ্য-অযোগ্যদের তালিকা পেশ করছে না এসএসসি? এখানেই তো আসল সমস্যার সমাধান লুকিয়ে। এই লুকোচুরি খেলা বন্ধ হোক। এই যোগ্য-অযোগ্যদের তালিকা স্পষ্টভাবে সুপ্রিম কোর্টে পষ্ট ভাবে তুলে ধরা হোক। এর মাধ্যমে যোগ্যদের বিদ্যালয়ে সসম্মানে বহাল রাখা হোক এবং বঞ্চিত যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হোক। আর নিয়মিত এসএসসির মাধ্যমে স্বচ্ছ ভাবে নিয়োগের ব্যবস্থা করা হোক।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊