বিদ্যালয়ের ভিতরেই ছাত্রীকে চোখ বেঁধে বেধড়ক মার! নিরাপত্তাহীনতায় ক্ষুব্ধ অভিভাবক মহল
বোলপুর, বীরভূম:
বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে ঘটে গেল এক চাঞ্চল্যকর ও মর্মান্তিক ঘটনা। অভিযোগ, গত শুক্রবার নবম শ্রেণির এক ছাত্রীকে চোখ বেঁধে বেধড়ক মারধর করে একাদশ ও দ্বাদশ শ্রেণির কয়েকজন ছাত্রী। বর্তমানে ওই ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এমন অমানবিক ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকেই বিদ্যালয় চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও ছাত্রীদের একাংশ। তাঁদের প্রশ্ন, বিদ্যালয়ের মত সংরক্ষিত জায়গায় এমন ঘটনা ঘটলো কীভাবে? কোথায় ছিল স্কুলের নিরাপত্তা ব্যবস্থা? কেন এই ভয়ঙ্কর ঘটনার খবর আগেভাগে অভিভাবকদের জানানো হয়নি?
বিক্ষোভকারীদের অভিযোগ, এখনও পর্যন্ত অভিযুক্ত ছাত্রীদের বিরুদ্ধে কোনও দৃশ্যমান ব্যবস্থা নেয়নি স্কুল কর্তৃপক্ষ। তারা দাবি করেন, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে।
ঘটনাস্থলে পৌঁছেছে বোলপুর থানার পুলিশ, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি শুরু করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি সংবাদমাধ্যমকে জানান
"আমরা পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি। পুলিশকে জানিয়েছি। বিস্তারিত জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"
তবে অভিভাবক ও ছাত্রীরা স্কুল বন্ধ রেখে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তাঁদের দাবি, দোষীদের অবিলম্বে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং ভবিষ্যতের জন্য বিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক।
এই ঘটনায় বিদ্যালয়ের পরিবেশ, ছাত্রছাত্রীদের মনোভাব এবং অভিভাবকদের মধ্যে আতঙ্কের ছায়া পড়েছে বলেই জানাচ্ছেন স্থানীয়রা।
বিদ্যালয়ের ভিতরেই ছাত্রীকে চোখ বেঁধে বে ধ ড়ক মা র! নিরাপ ত্তাহীনতায় ক্ষু ব্ধ অভিভাবক মহল
Posted by Sangbad Ekalavya on Tuesday, July 8, 2025
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊