আক্রমণের ঘটনায় IC-কে কাঠগড়ায় তুলে SP-র দ্বারস্থ মন্ত্রী, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও সিদ্দিকুল্লার
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-
মন্তেশ্বরে হামলার ঘটনা আই সি কে কাঠগোড়ায় তুলে।এস পির দারস্থ হলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। দোষীরা গ্ৰেফতার না হলে আগামী ১০ই জুলাই কলকাতায় বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তিনি।
বৃহস্পতিবার নিজের কেন্দ্র, মন্তেশ্বর বিধানসভায় ঢুকতে গেলে নিজেরই দলের কর্মীদের হাতে আক্রান্ত হতে হয় গ্ৰন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে। মন্ত্রীকে দেখে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা কালো পতাকা দেখানোর পাশাপাশি গোব্যাক স্লোগান দিতে থাকেন। এর পর পুলিশের সামনে তৃণমূল কর্মীরা মন্ত্রীর উপর আক্রমণ করে বলে অভিযোগ করেন মন্ত্রী। যদিও এই ঘটনায় মন্তেশ্বর থানার আই সি কে কাঠগোড়ায় তোলেন মন্ত্রী।
সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, আমি আশা করিনি যে এই নৈরাজ্য আমাদের তৃণমূলের জমানায় দেখতে হবে।এই নৈরাজ্যর অবসান হতে হবে।যদি এর বিচার না হয় তাহলে আগামী ১০ই জুলাই কলকাতায় মহা মিছিল বের করা হবে। সিদ্দিকুল্লা বলেন স্থানীয় তৃণমূল নেতা আহমেদ সেখ কিছু গুন্ডা বাহিনী পুষে রেখেছে।কেনো তাদের পুষে রেখেছে দল সেটা বুঝতে পারছি না। ঘটনাস্থলে আই সি দাঁড়িয়ে ছিলেন।আই সির সামনেই আমাকে লক্ষ্য করে বড়ো আদলা ইট ছুঁড়ে মেরেছে। ডবল কাঁচ না থাকলে আমার মুখে লাগতো বলে জানান মন্ত্রী। লাঠিসোঁটা নিয়ে আক্রমণ চালানো হয়েছে।বলে জানান সিদ্দিকুল্লা চৌধুরী।
মন্তেশ্বর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম সেখ বলেন এই ক্ষোভ এলাকাবাসীর ক্ষোভ। জনগনের ক্ষোভ। সিদ্দিকুল্লা সাহেব এই কেন্দ্রের বিধায়ক হওয়া সত্তেও এই এলাকার লোকজন একটি বিধায়ক সার্টিফিকেট পেতেন না।গত চার বছর অতিক্রম হয়ে পাঁচ বছর হতে চলেছে।উনি এখানে না এসে সাতগাছিয়া অফিসে এসে তোলা তুলে চলে যেতেন। বিধায়ককে ঠিকমতো কাছে না পেয়ে এলাকাবাসী এই ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊