lottery Sambad: Illegal Jharkhand lottery business is growing like cancer
রামকৃষ্ণ চ্যাটার্জী:
ক্যান্সার রোগের মত ক্রমশ বেড়ে চলেছে অবৈধ ঝাড়খণ্ড লটারির কারবার (lottery Sambad) । পশ্চিম বর্ধমান জেলার সালানপুর, বারাবনি, কুলটি, গৌরান্ডি, সামডি, রূপনারায়ানপুর, জেমারী, দেন্দুয়া, ডুবুরডিহি, বরাকর সহ বিভিন্ন অঞ্চলে খোলা মেলা শুরু হয়েছে এই ঝাড়খণ্ড লটারির কারবার। তবে পুলিশ রয়েছে দর্শকের ভূমিকায়।
মোটর সাইকেলে করে লোক এসে লটারির (lottery Sambad) এজেন্টদের কাছে অনায়াসে পৌঁছে দিচ্ছে ঝাড়খন্ডে লটারি নামে অবৈধ লটারি (lottery Sambad) । আর রাজ্য সরকারের অনুমোদিত ডিয়ার লটারির আড়ালে অনায়াসে ঝাড়খণ্ড লটারি বিক্রি করে চলেছে ব্যাবসায়ীরা।
জানাগেছে, বড় সিন্ডিকেট কাজ করছে এই কারবারের পিছনে। কোটি কোটি টাকার এই কারবারে কারা জড়িত তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে খবর পাওয়া যাচ্ছে কুলটি অঞ্চলে ঝাড়খড় লটারির (lottery Sambad) ছাপা খানা খোলা হয়েছে। যার মধ্যে বেশ কয়েকজনের নাম সামনে আসছে পুতুল,ফিরোজ,জাহাঙ্গীর,সঞ্জয়, অরুণ, চন্দন, সহ বেশ কয়েক জন জড়িত রয়েছে বলে খবর। এরা বা এদের পোশা কিছু ছেলে এলাকায় মোটর সাইকেলে করে লটারি এজেন্টদের কাছে অনায়াসে পৌঁছে দিচ্ছে অবৈধ ঝাড়খন্ডে লটারি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊