Latest News

6/recent/ticker-posts

Ad Code

WB SSC on Supreme Court: ২৬ হাজার চাকরি বাতিলে আপাতত স্থগিতাদেশ শীর্ষ আদালতের

WB SSC on Supreme Court: ২৬ হাজার চাকরি বাতিলে আপাতত স্থগিতাদেশ শীর্ষ আদালতের

Supreme Court


কলকাতা হাইকোর্টের ২৬ হাজার চাকরি বাতিলের রায়ে আপাতত স্থগিতাদেশ শীর্ষ আদালতের। এসএসসি নিয়োগ মামলায় ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল-সহ অন্যান্য রায় নিয়ে শুনানি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। গত সপ্তাহে এই মামলায় শীর্ষ আদালত মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। কিন্তু চাকরি বাতিল নিয়ে আদালত কোনও নির্দেশ দেয়নি। কিন্তু আজ কলকাতা হাইকোর্টের ২৬ হাজার চাকরি বাতিলের রায়ে আপাতত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। 


এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানান, যদি যোগ্য ও অযোগ্যদের আলাদা করা যায় তবে পুরো প্যানেল বাতিল করা ন্যায্য নয়। আর তাই এখনই চাকরি বাতিল নয় বলে জানান প্রধান বিচারপতি। একই সঙ্গে বেতন ফেরতের রায়েও আপাতত স্থগিতাদেশ দিয়েছেন আদালত। তবে আদালত জানিয়েছে সকলকেই একটা মুচলেকা দিতে হবে। পরে নিয়োগ ‘অবৈধ’ বলে প্রমাণিত হলে অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে।  



সুপ্রিম কোর্ট জানিয়েছে, সিবিআই যেমন অবৈধ নিয়োগ নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছিল, সেভাবেই তদন্ত চালিয়ে যাবে। তবে সুপারনিউমেরারি পদ তৈরি নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ বহাল থাকবে। অর্থাৎ আপাতত স্বস্তি পেল রাজ্য মন্ত্রীসভা। এই স্থগিতাদেশ অন্তর্বর্তিকালীন। ১৬ জুলাই এই মামলার চূড়ান্ত নির্দেশ ঘোষণা করা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।   



গত ২২ই এপ্রিল নির্বাচনের মাঝেই কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেয়। আর তারপরেই রাজ্য জুড়ে তোলপাড়। কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় এসএসসি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code