চতুর্থবার অন্ধ্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চন্দ্রবাবু নাইডু

Chandrababu Naidu


চতুর্থবার অন্ধ্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চন্দ্রবাবু নাইডু। ২০১৯ সালের নির্বাচনে অন্ধ্র থেকে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল টিডিপি। তবে পাঁচ বছর পর ফের ঘুরে দাড়ালো টিডিপি। আজ চতুর্থবারের জন্য অন্ধ্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন টিডিপি প্রধান।


বিজয়ওয়াড়াতে আয়োজিত হয়েছিল এই শপথ গ্রহন অনুষ্ঠান। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি জেপি নড্ডা। এছাড়াও রজনীকান্ত সহ দক্ষিণের তাবড় অভিনেতারাও উপস্থিত ছিলেন আজকের এই শপথগ্রহণ অনুষ্ঠানে। 



১৭৫ আসনের বিধানসভা ভোটে টিডিপি জয়ী ১৩৫টি আসনে, জনসেনা জিতেছে ২১ আসনে, বিজেপি ৮ আসনে। 


চন্দ্রবাবু নাইডু এর আগে ১৯৯৫ সাল থেকে ২০০৪ পর্যন্ত অবিভক্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। এরপর ২০১৪ সালে বিভাজিত অন্ধ্রের মসনদে বসেছিলেন চন্দ্রবাবু। তবে ২০১৯ সালে তিনি এনডিএ ছেড়ে বেরিয়ে এসে তৃতীয় ফ্রন্ট গড়ে তোলার চেষ্টা ব্যর্থ হন। এবার ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তিনি।