School Timings Change: বদলাতে চলেছে স্কুলের সময়! সুপারিশ রাজ্যের

School time changed


দক্ষিণবঙ্গে অব্যাহত তাপপ্রবাহ। এই পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদকে স্কুলের সময় বদলের পরামর্শ দিয়েছে রাজ্য এমনটাই খবর। পরিস্থিতি অনুযায়ী স্কুলের সময় পরিবর্তন করা যেতে পারে। তবে সময় পরিবর্তন হলে পঠনপাঠন এহবং মিড ডে মিল পরিষেবা অব্যাহত থাকবে। সরকার এবং সরকারি সাহায্য়প্রাপ্ত সব স্কুলের ক্ষেত্রেই এই বিধি কার্যকর হবে বলে জানিয়েছে রাজ্য।

জানা যাচ্ছে রাজ্যের তরফে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদকে জানানো হয়েছে রাজ্য জুড়ে তাপপ্রবাহ চলছে, তাতে স্থানীয় প্রয়োজন অনুযায়ী স্কুলগুলি সময় পরিবর্তন করতে পারে। দুপুরবেলার পরিবর্তে সকালের দিকে ক্লাস করানোর সুপারিশ করা হয়েছে রাজ্যের তরফে। রাজ্যের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সব স্কুলের ক্ষেত্রেই এই বিধি কার্যকর করতে বলা হয়েছে।

রাজ্য পরিষ্কার জানিয়েছে, স্কুলের সময় পরিবর্তন হলেও, পঠনপাঠন এবং মিড ডে মিল পরিষেবা ব্যাহত হতে দেওয়া যাবে না। ডিআই-দের পরামর্শ মতো এগোতে বলা হয়েছে প্রাথমিক এবং মাধ্যমিক পর্ষদকে।

দীর্ঘ ছুটির পর রাজ্যে খুলেছে স্কুল। এই পরিস্থিতিতে ফের গরমের জন্য ছুটি ঘোষণা হলে পড়ুয়াদের পঠন পানে এর অতিরিক্ত বিরুপ প্রভাব পড়বে। ক্ষতিগ্রস্থ হবে পড়ুয়ারা। তাই রাজ্য হয়তো সময় পরিবর্তনের দিকে পরমার্শ দিয়েছে বলে মনে করা হচ্ছে।