WB HS Results 2024: কখন, কীভাবে দেখবেন উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল? জানুন

Higher secondary results


৮ই মে ২০২৪, বুধবার প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল (HS Result 2024)। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানানো হয়েছে, বেলা ১ টায় ফল (HS Result 2024) প্রকাশ করা হবে। দুপুর ৩টা থেকে ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবেন ছাত্রছাত্রীরা। তবে সেদিনেই মিলছে না মার্কশিট ও সার্টিফিকেট। মার্কশিট ও সার্টিফিকেট মিলবে ১০ই মে ২০২৪ শুক্রবার।


এবছর উচ্চমাধ্যমিক শুরু হয় ১৬ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হওয়ার আড়াই মাসের মধ্যে প্রকাশ হচ্ছে রেজাল্ট। ইতিমধ্যেই রাজ্যের স্কুলগুলিতে শুরু হয়ে গিয়েছে গরমের ছুটি। তারই মধ্যে প্রকাশ হবে উচ্চমাধ্যমিকের ফল (HS Result 2024)। ফল ঘোষণার দু'দিন পরে অর্থাৎ ১০ মে মার্কশিট ও শংসাপত্র হাতে পাবেন পরীক্ষার্থীরা । ওইদিনই অনলাইনে স্ক্রুটিনি ও রিভিউয়ের আবেদন করতে পারবেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা।


ফল জানা যাবে যে সব ওয়েবসাইটে:

ওয়েবসাইটগুলি হল