বেঁচে থেকেও ভোটার লিস্টে মৃত, ভেঙে পড়লেন কয়েকজন ভোটার
মালদা:-
তারা জীবিত কিন্তু ভোটার লিস্টে মৃত বলেই ২০২৪-এর লোকসভা নির্বাচনে ভোট দিতে পারলেন না ইংরেজবাজারের ২১ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকজন বাসিন্দা। তাদের মধ্যে তিনজনের খোঁজ পেলাম আমরা। ইংরেজবাজার শহরের গয়েশপুর ২১ নম্বর ওয়ার্ডের গয়েশপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে ৮৯ ও ৯০ দুটি বুথে ভোট দিতে পারলেন না তাঁরা। কার্যত নিরাশ হয়ে বাড়ি ফিরলেন তাঁরা। জেলা প্রশাসনের নির্বাচন দপ্তরকেই দায়ী করেছেন তারা।
চিত্তরঞ্জন কুন্ডু বয়স ৮০ বছর, ভোট দিতে পারলেন না ভোটার লিস্টে মৃত বলে বলা হয়েছে তাকে। কান্নায় ভেঙে পড়লেন ভোট না দিয়ে।
অনিমা পোদ্দার বয়স ৬৫ বছর তিনিও ভোট দিতে পারলেন না। রাখি দাস গয়েশপুরে বাসিন্দা তিনিও এসে তার ভোট দিতে পারলেন না। ভোটার লিস্টে মৃত থাকায় কর্তব্যরত বুথে দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার তাদের ভোট নিলেন না।
আজ ৭ই মে ২০২৪, মঙ্গলবার সারা দেশের ৯৩টি আসনে হল লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। রাজ্যেও ছিল ৪টি আসনে ভোট। আর আজ ভোটদান করতে এসে বেঁচে থেকেও নিজেদের মৃত্যুর খবর উঠে এল ভোটার লিস্টে আর তাতেই মর্মাহত তাঁরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊