ডি ককের দুরন্ত ব্যাটিং, ময়ঙ্কের দুধূর্ষ বোলিং, RCB কে হারালো LSG
ময়ঙ্ক যাদবদের দুরন্ত বোলিংয়ে টিকলো না আরসিবির ব্যাটিং লাইন আপ। ১৮২-এর টার্গেট তাড়া করতে নেমে একে একে প্যাভিলিয়নে ফিরলো ব্যাঙ্গালোরের ব্যাটাররা। তিন উইকেট যেমন নিলেন তেমন আজই ব্যাটারদের নিজের বলের স্পিডে কার্যত কুপোকাত করলেন ময়ঙ্ক।
আরসিবির আমন্ত্রণে প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮১ রানের স্কোর তুলেছিল লখনৌ সুপার জায়েন্ট। ওপেন করতে নেমে দুরন্ত খেলতে থাকে ডিকক। ৫৬ বলে ৮১ রান করেন ডিকক। রাহুল ২০, স্টোনিশ ২৪, পুরান করে ৪০। এদিন দুইটি উইকেট নেন ম্যাক্সওয়েল। টপলে, যশ ও সিরাজ একটি করে উইকেট নেন।
জবাবে ওপেন করতে নেমে কোহলি ২২, ডুপ্লেসি ১৯ করেই ফেরেন। খাতায় খুলতে পারেনি ম্যাক্সওয়েল। ২৯ করেন রজত পতিদার । মহিপাল করে ৩৩। আর কোনো ব্যাটার তেমন কোনো রান করতে পারেননি। ১৯ ওভার ৪ বলে অল আউট হয়ে যায় আরসিবি। ২৮ রানে হার স্বীকার করে আরসিবি। ময়ঙ্ক ৩টি, নবীন ২টি, সিদ্ধার্থ, যশ ও স্টোনিশ একটি করে উইকেট তোলে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊