ময়ঙ্কের বোলিং স্পিডে কুপোকাত অজি ব্যাটার, নিজের রেকর্ড ভেঙে গড়লেন নয়া রেকর্ড
মায়াঙ্ক যাদবের আগুনে পেসে জবুথবু ব্যাঙ্গালোর। লখনৌ সুপার জায়েন্টের পেসারের দুরন্ত বোলিং। নিলেন তিনটি উইকেট। শুধু তাই নয় ভাঙলেন নিজের রেকর্ডও। নিজের ১৫৫.৮ কিঃমিঃ/ঘন্টা গতিবেগের বোলিং স্পিডের রেকর্ড ভেঙে ১৫৬.৭ কিঃমিঃ/ ঘন্টা বেগে বোলিং করলেন তিনি। চলতি আইপিএলে দ্রুততম বল করার নজির তার দখলেই।
একসময় যে অজিদের বোলিং স্পিড ব্যাটারদের জীবন দুর্বিষহ করে তুলতেন সেই অজিদের দুই ব্যাটারকে এদিন প্যাভিলিয়নে ফেরালেন ময়ঙ্ক। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলকে মঙ্গলবার চিন্নস্বামী স্টেডিয়ামে ১৫১ কিলোমিটারের বলে আউট করে দেন মায়াঙ্ক। মায়াঙ্কের ১৪৭ কিলোমিটারের বলে বোল্ড হন গ্রিন। বলটা ক্যামেরন গ্রিনের স্টাম্প ভেঙে দেয়। যা দেখে উচ্ছ্বাসে ভেসে যান ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ তথা ধারাভাষ্যকার রবি শাস্ত্রী।
ডানহাতি পেসার, যিনি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তার আইপিএল অভিষেকের ম্যাচ জয়ী স্পেল ২৭ রানের বিনিময়ে ৩ উইকেট দিয়ে লাইমলাইটে এসেছিলেন। আরসিবির বিরুদ্ধে ৪ ওভারে ১৪ রানের বিনিময়ে ৩টি উইকেট নিলেন তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊