Latest News

6/recent/ticker-posts

Ad Code

আসন্ন ঈদ উপলক্ষে শান্তি কমিটির বৈঠক

আসন্ন ঈদ উপলক্ষে শান্তি কমিটির বৈঠক


Peace committee meeting on the occasion of upcoming Eid



বারাবনি থানার উদ্যোগে আজ একটি বেসরকারি প্রেক্ষাগৃহে আসন্ন ঈদ উপলক্ষে শান্তি কমিটির বৈঠক আয়োজন করা হয় যেখানে সর্ব ধর্মের মানুষদের তারই সাথে বারাবনি এলাকার পঞ্চায়েত থেকে শুরুকরে পঞ্চায়েত সদস্যদের উপস্তিতি দেখা যায় ।

এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলে বারাবনি ব্লকের সমস্ত মসজিদের ইমাম সাহেবরা যেখানে থানার তরফে এ সি পি ইস্পিতা দত্ত ,সার্কেল ইন্সপেক্টার অশোক সিনহা মহাপাত্র ,বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনরঞ্জন মন্ডল ছাড়া আরো অনেকে।

Peace committee meeting on the occasion of upcoming Eid

থানার তরফে জানানো হয় যে স্থানীয় পঞ্চায়েত ছাড়াও যারা কমিটিরা আছেন তাদেরকেও লক্ষ্য রাখতে হবে যেন জলের ব্যবস্থা ভালোভাবে করা হয় কারণ যেভাবে গরম পড়েছে জলের জন্য যাতে কোনোরকম অসুবিধা তৈরি না হয় , সেই দিকে পলিস প্রশাসনেরও নজর থাকবে।

এছাড়া সামনেই লোকসভা নির্বাচন সেটি মাথায় রেখে এই পারব শান্তি এবং সুষ্ঠ ভাবে পার করতে হবে যদি কোনো রকম জলসা বা কোনো রকম অনুষ্ঠান হয় সেই খানে থানায় এক লিখিত জমাদিতে হবে যাতে পুলিশের কাছে সম্পূর্ণ খবর থাকে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code