Latest News

6/recent/ticker-posts

Ad Code

চিনাকুড়ি কয়লা খনিতে দুর্ঘটনা, মৃত ২

চিনাকুড়ি কয়লা খনিতে দুর্ঘটনা, মৃত ২


coal mill



রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল:

আসানসোলের ইসিএলের সোদপুর এরিয়ার চিনাকুড়ি কয়লা খনিতে দুর্ঘটনা। চিনাকুড়ির ১ নং মাইন এর ২ নং চানক তথা কয়লা খনির এক নম্বর পিটে দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার ওই খনিতে ডুলির যন্ত্রাংশ মেরামতির কাজ চলছিল ঠিকা সংস্থার তত্ত্বাবধানে। সেই সময় খনির উপরে ডুলির ওঠা নামার গাডার ছিঁড়ে দুর্ঘটনা ঘটে । এই ঘটনায় একজন অস্থায়ী ঠিকা শ্রমিক খনির ভিতরে পড়ে যায়। অন‍্য আরও একজন ডুলির মধ‍্যে পড়ে যায়।

একজনকে তাড়াতাড়ি উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন‍্যে পাঠানো হয়। পাশাপাশি খনির ভেতরে পড়ে যাওয়া অপর ঠিকা শ্রমিককে উদ্ধার করা হয়। যদিও দুই জনেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনার জেরে কোলিয়ারির শ্রমিকেরা খনি শ্রমিক সংগঠনের নেতৃত্বরা উপস্থিত হয়। একই সাথে কর্মরত অবস্থায় মৃত শ্রমিকদের পরিবারদের ক্ষতি পূরণের দাবি করেন। খনি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code