Today Weather: রাত থেকেই শুরু বৃষ্টি, চলবে কতদিন? জানুন আবহাওয়ার খবর


Today Weather


মিলে গেলো আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। মঙ্গলবার রাত ১১ টা নাগাদ বজ্র-বিদ্যুৎ সহ মুষলধারায় বৃষ্টি শুরু হলো। গত দুদিন ধরে প্রচন্ড গরম পড়েছিলো উত্তরের জেলাগুলিতে। তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিলো। 

রাতে বৃষ্টি শুরু হওয়ায় তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা নেমে যায়।ফলে ফের শীতের আমেজ। 

অপরদিকে মঙ্গলবার রাতেই উত্তরের ছয় জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বলে হলুদ সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। রাতের পর বুধবার সকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে জেলা জুড়েই।

মূলত আগামী ৫ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরঙ্গে। পার্বত্য এলাকাগুলিতে সবথেকে বেশি বৃষ্টি হবে। তবে এরইমধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকছে। 

অন্যদিকে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর,বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

এখনো পর্যন্ত পাওয়া খবরে গতকাল ময়নাগুড়িতে ব্যাপক শীলা বৃষ্টি হয়। যার দরুন ক্ষতির মুখোমুখি কৃষকরা। বিশেষ করে ভুট্টা চাষে ক্ষতি সবথেকে বেশি।