WB New DGP: রাজ্যের নয়া DGP সঞ্জয় মুখোপাধ্যায়
রাজ্যের নয়া DGP সঞ্জয় মুখোপাধ্যায়। রাজীব কুমারকে ডিজিপি-র পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। অন্তর্বর্তী ডিজিপি-র দায়িত্বে আসেন বিবেক সহায়। এবার একদিনের মধ্যেই তাঁকে সড়িয়ে রাজ্যের নয়া ডিজিপি করা হল সঞ্জয় মুখোপাধ্যায়কে। কমিশনের নির্দেশ অনুযায়ী তিন আইপিএস অফিসার বিবেক সহায়, সঞ্জয় মুখোপাধ্যায়, রাজেশ কুমারের নাম প্রস্তাব করে রাজ্য এমনটাই খবর।
১৯৮৯ ব্যাচের আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায় বর্তমানে দমকলের ডিজি-র দায়িত্বে আছেন। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে সঞ্জয় মুখোপাধ্যায়কে ডিজিপি-র দায়িত্ব নিতে নির্দেশ দিয়েছিল কমিশন। কমিশনের এই সিদ্ধান্তের পর রাজ্যের একদিনের DGP তকমা বসে গেল বিবেকের নামের পাশে। সম্ভবত, সবচেয়ে কম সময়ের DGP হিসেবে দায়িত্ব সামলালেন তিনি।
এর আগে, রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের (CID) ADG সঞ্জয়। এদিকে আগামী ১১ই মে অবসর নেবেন বিবেক। যেহেতু ১১ই মে অবসর নেবেন বিবেক সহায় কিন্তু লোকসভা নির্বাচন ৪ই জুন পর্যন্ত তাই হয়তো বিবেক সহায়কে সড়িয়ে সঞ্জয়কে দায়িত্ব দেওয়া হয়েছে এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও এবিষয়ে স্পষ্ট কোনো কিছু জানা যায়নি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊