Latest News

6/recent/ticker-posts

Ad Code

Suvendu Adhikari: অন্যান্য বিলের মতো বাংলা দিবসের বিলে রাজ্যপালকে সই করতে দেব না: বিধানসভায় শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari: অন্যান্য বিলের মতো বাংলা দিবসের বিলে রাজ্যপালকে সই করতে দেব না: বিধানসভায় শুভেন্দু অধিকারী

বিধানসভা


আজ বিধানসভায় পাশ হয়ে বাংলা দিবস বিল। পয়লা বৈশাখ 'পশ্চিমবঙ্গ দিবস' উদযাপন করার বিল ছিল এটি। এদিন বিধানসভায় ১৬৭-৬২ ভোটে বিলটি পাশ হয়ে যায়। একজন অনুপস্থিত ছিলেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বিধানসভায় বক্তব্য রাখার পরই বিল পাশ বলে ঘোষণা করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তবে এই বিলের বিরোধিতা করে বিজেপি।



১৯৪৭ সালের ২০ জুন তৎকালীন অখণ্ড বাংলা বিভাজনের বিষয়টি ওঠে ও বঙ্গভঙ্গে বেশি ভোট পড়ে। তাই সেটিই পশ্চিমবঙ্গ দিবস বলে দাবি করেন তিনি। সংখ্যার জোরে তৃণমূল সরকার যদি বিল পাস করিয়েও নেয়, রাজ্যপালকে ওই বিলে তাঁরা সই করতে দেবেন না বলেও হুঁশিয়ারি দেন। রাজ্যপাল স্বাক্ষর না করলে আইনত পয়লা বৈশাখ দিনটি পশ্চিমবঙ্গ দিবসে পরিণত হবে না বলেও হুঁশিয়ারি দেন শুভেন্দু।



শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের আচার্য করার মতো বাকি বিলগুলির যা অবস্থা হয়েছিল, এই বিলেরও সেই অবস্থা হবে। প্রধানমন্ত্রীকে চিঠি লেখার হঁশিয়ারি দেন শুভেন্দু। এই মন্তব্যে শোরগোল পড়ে যায় বিধানসভায়। বিধানসভায় দাঁড়িয়ে নির্বাচিত সরকারকে তিনি হুঁশিয়ারি দিতে পারেন না বলে মন্তব্য করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পরে ভাষনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর এই হুশীয়ারির নিন্দা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code