Breaking News: বিধানসভায় পাশ ‘বাংলা দিবস’ বিল, পয়লা বৈশাখ পালিত হবে ‘বাংলা দিবস’

Bangla Dibas


বিধানসভায় পাশ ‘বাংলা দিবস’ বিল, পয়লা বৈশাখ পালিত হবে ‘বাংলা দিবস'। আজ বিধানসভায় 'বাংলা দিবস' পালনের জন্য ১লা বৈশাখ দিনটিকে প্রস্তাব করা হয়। মুখ্যমন্ত্রী সেই প্রস্তবকে সমর্থন জানান এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষনের পরেই পাশ হয়ে যায় বিল।



৯৯ শতাংশ জনমতই পয়লা বৈশাখ দিনটিতে ‘বাংলা দিবস’ পালনের পক্ষে। এদিন ১৬৭-৬২ ভোটে বিলটি পাশ হয়ে যায়। একজন অনুপস্থিত ছিলেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বিধানসভায় বক্তব্য রাখার পরই বিল পাশ বলে ঘোষণা করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।



বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় পয়লা বৈশাখ দিনটিতে পশ্চিমবঙ্গ দিবস পালনের প্রস্তাব জমা দেন রাজ্য সরকারের ১১ জন মন্ত্রী। সেই প্রস্তাবে সমর্থন জানান মমতা। তার বিরোধিতা করতে এগিয়ে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  


সংখ্যার জোরে তৃণমূল সরকার যদি বিল পাস করিয়েও নেয়, রাজ্যপালকে ওই বিলে সই করতে দেবেন না বলেও হুঁশিয়ারি দেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের আচার্য করার মতো বাকি বিলগুলির যা অবস্থা হয়েছিল, এই বিলেরও সেই অবস্থা হবে, প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন বলে হঁশিয়ারি দেন শুভেন্দু। শোরগোল পড়ে যায় বিধানসভায়। 



বিধানসভায় দাঁড়িয়ে নির্বাচিত সরকারকে তিনি হুঁশিয়ারি দিতে পারেন না বলে মন্তব্য করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। নিন্দা করে মমতা বন্দ্যোপাধ্যায়ও। মমতা বলেন, "বিরোধী দলনেতা বলেছেন, রাজ্যপালকে সই করতে দেবেন না। আমরা বলছি, রাজ্যপাল সই না করলে কিছু যায় আসে না আমাদের। আমরা পয়লা বৈশাখই পশ্চিমবঙ্গ দিবস পালন করব। মানুষের সমর্থনে নির্বাচিত হয়ে সরকারে এসেছি আমরা। রাজ্যপাল সই করলেন কিনা, যায় আসে না। দেখি কার শক্তি বেশি, রাজ্যপালের না, জনগণের। আমি এটা বলতাম না। বাধ্য হলাম।"