Chandryan 3 Soft Landing on Moon: চাঁদ ছুঁয়ে প্রথম দেশ হিসেবে গড়লো ইতিহাস! আরও একাধিক রেকর্ড ভারতের

Soft moon landing



চাঁদের মাটিতে সফলভাবে ল্যান্ডিং করেছে ভারতীয় মহাকাশ যান। আর তারপরেই উল্লাসে ফেটে পড়েছে গোটা দেশ। আজ এক নয়া অধ্যায়ের সূচনা করলো ভারত। প্রথম দেশ হিসেবে যেমন গড়লো এক অনন্য রেকর্ড তখন আরও একাধিক নজির গড়লো চন্দ্রযান ৩ এর হাত ধরে।



চাঁদের দক্ষিণ মেরুতে পাড়ি দেওয়া প্রথম দেশ ভারত। চাঁদের দক্ষিণ মেরুর (Moon South Pole) কাছে সফল ভাবে সফট ল্যান্ডিং করল ভারতের পাঠানো মহাকাশযান। আবার চতুর্থ দেশ হিসেবে চাঁদে সফল ল্যান্ডিং করলো ভারত। সফল সফট ল্যান্ডিং করে বিশ্বের এলিট স্পেস ক্লাবে (Elite Space Club) পৌঁছালো ভারত।



২৩ অগাস্ট, বুধবার সন্ধে ৬টা বেজে ৪ মিনিটে চাঁদের মাটি ছোঁয় ভারতের চন্দ্রযান ৩-এর ল্যান্ডার। গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশে পাড়ি দেয় চন্দ্রযান-৩। আর আজ সফল ভাবে ল্যান্ডিং। 



পাশাপাশি চাঁদের দক্ষিণ মেরুতে (Moon South Pole) সফল অবতরণ ল্যান্ডার বিক্রমের (Lander Vikram) অভিযান লাইভ দেখানো হচ্ছিল ইসরোর (ISRO) অফিশিয়াল ইউটিউব চ্যানেলে (YouTube Chanel)। আর সেখানেই ভেঙে গিয়েছে সব রেকর্ড। ৭০ লক্ষেরও বেশি মানুষ লাইভ স্ট্রিমিং দেখে রেকর্ড গড়ল ভারত।