BREAKING News: সফলভাবে চাঁদের মাটি স্পর্শ করে ইতিহাস গড়লো ভারত
Chandrayaan 3 Successful Landing
প্রত্যাশা মতো সফলভাবে চাঁদের মাটি স্পর্শ করলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পাঠানো ল্যান্ডার বিক্রম।
গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশে পাড়ি দেয় চন্দ্রযান-৩। সেই থেকে অপেক্ষার প্রহর গুণছে দেশ। সারা বিশ্ব আজ তাকিয়ে চন্দ্রযানের সাফল্যের দিকে। অবশেষে সেই সাফল্য। সফল ভাবে চাঁদে অবতরণ করলো বিক্রম। Chandrayaan 3 Successful Landing
চাঁদের দক্ষিণ মেরুতে নামলো চন্দ্রযান ৩। এই দক্ষিণ মেরুতেই প্রথমবার জলের খোঁজ পেয়েছিল ইসরোর পাঠানো চন্দ্রযান ১। এবার সেই মেরুতেই চন্দ্রযান ৩। Chandrayaan 3 Successful Landing
চন্দ্রপৃষ্ঠে সফল অবতরণ চন্দ্রযান-৩ মহাকাশযানের ল্যান্ডার 'বিক্রমে'র। আর তার হাত ধরেই মহাকাশ গবেষণার জগতে নতুন যুগের সূচনা হল। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছাল ভারত। চাঁদের মাটি ছোঁয়া চতুর্থ দেশ হিসেবেও ইতিহাসে নাম উঠল ভারতের। (Chandrayaan 3 Landing Successful)
মানব সভ্যতার ইতিহাসে চাঁদের দক্ষিণ মেরুর এমন জায়গায় এই প্রথম পৃথিবীর মাটিতে তৈরি মহাকাশযান সফট ল্য়ান্ডিং করল। সেখানে এবার গবেষনা চালাবে ভারতীয় মহাকাশ সংস্থা। চমকে দেওয়ার মতো তথ্য মিলবে, আশায় তামাম বিশ্বের মহাকাশ বিজ্ঞান সংস্থাগুলি। Chandrayaan 3 Successful Landing
Chandrayaan-3 Mission Soft-landing LIVE TelecastChandrayaan-3 Mission Soft-landing LIVE Telecast । চাঁদের দেশে ভারত... । Live Credit: ISRO #Chandrayaan3 #chandrayaan3mission #chandrayaan3live
Posted by Sangbad Ekalavya on Wednesday, August 23, 2023
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊