প্রান্তিক-গরীব মানুষ ডিজিটাল রেশন কার্ড ও রেশনের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ

Protest for ration



সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:- 

এরাজ্যে খাদ্য-সাথী প্রকল্প হলেও বহু প্রান্তিক-গরীব মানুষ ডিজিটাল রেশন কার্ড ও রেশনের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে পূর্ব বর্ধমান জেলা খাদ্য দপ্তরে বিক্ষোভ দেখালো মিছিল করে পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির পূর্ব বর্ধমান শাখা। 



সমস্ত গরীব মানুষকে খাদ্য সুরক্ষা আইনের অন্তর্ভুক্ত করতে হবে সহ ছয় দফা দাবীতে নিয়ে বিক্ষোভ। বস্তি উন্নয়ন সমিতির পক্ষ থেকে অভিযোগ, রাজ্য খাদ্য-সাথী প্রকল্প চালু হওয়ার পর বি.পি.এল তালিকা ভূক্ত বহু সংখ্যক মানুষ আজও রেশনের এল.এফ.এসের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। সেই সাথে রেশনের ডিজিটাল কার্ড চালুর পদ্ধতিগত ত্রুটির জন্য অনেকেই আজও রেশন কার্ড পাননি। এতে বহু মানুষ রেশন সামগ্রী পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। 



এই বিষয়ে সমিতির পক্ষ থেকে জেলা খাদ্য আধিকারিকের কাছে ডেপুটেশন দেন তারা। তাদের দাবী, অবিলম্বে সকল প্রান্তিক-গরীব মানুষ কে খাদ্য-সুরক্ষার আওতায় আনতে হবে।