মৃতদেহ তুমি কার? তৃণমূল না বিজেপির ? নির্যাতিতা কন্যার মৃতদেহ ঘিরে লজ্জার দৃশ্য কোচবিহারে



কোচবিহার জেলার কালজানির খাপাইডাঙ্গায় নাবালিকা ধর্ষনের ঘটনায় এক সুরে সব দল। নাবালিকা ধর্ষনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে একই সুর দেখা গিয়েছিলো কোচবিহার জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে।

প্রথম দিকে সব ঠিক থাকলেও বেলা গড়াতেই লজ্জার দৃশ্য দেখলো কোচবিহার। তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে আশ্রয় নেয়া নবম শ্রেণির নাবালিকা কন্যার মৃতদেহ দখলের লজ্জার লড়াই এর সাক্ষ্যি থাকলো কোচবিহার। 

মৃত কন্যার পিতাকে ঘিরে দুপক্ষের টানাটানির দৃশ্য হোল ক্যামেরা বন্দী। 

কোচবিহারে নির্যাতিতা নাবালিকার মৃত্যুতেও রাজনীতি। মৃত্যুর পর তৃণমূল-বিজেপি তরজা, হাসপাতাল চত্বরে তুমুল উত্তেজনা, অভিযোগ পাল্টা অভিযোগ। নির্যাতিতার পরিবার তৃণমূল না বিজেপি সে নিয়ে টানাটানি দুই দলের।