কালজানির ঘটনা একই সুতোয় বাঁধলো সব দলের রাজনৈতিক নেতাদের 

Coochbehar news


কোচবিহার জেলার কালজানির খাপাইডাঙ্গায় নাবালিকা ধর্ষনের ঘটনায় এক সুরে সব দল। নাবালিকা ধর্ষনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে একই সুর দেখা গেল কোচবিহার জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে।



আজই কালজানির সেই নাবালিকার মৃত্যু হয়েছে কোচবিহার এমজেএন হাসপাতালে। প্রসঙ্গত, ঘটনার বিবরণে জানা গেছে নবম শ্রেণিতে পাঠরত এক নাবালিকাকে কিডন্যাপ করে পাঁচ যুবক। এরপর গোপন ডেরায় দুদিন ধরে নাবালিকার ওপর পাশবিক নির্যাতন ও ধর্ষন করে বলে অভিযোগ। এরপর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। নাবালিকার বাড়ির লোক খবর পেয়ে ছুটে যায়। এই ঘটনায় ধৃতদের আটক করার আগে গ্রামবাসীরা পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয় অভিযুক্তদের।



পুলিশ গ্রেফতার না করতেই গ্রামবাসীদের তৎপরতায় অভিযুক্ত আটকের ঘটনায় গতকালকেই কটাক্ষ করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। তবে বিতর্ক যা-ই থাক এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে একই সুর বাঁধলো রাজনৈতিক দল গুলি।



এবিষয়ে তৃণমূল কংগ্রেস নেতা তথা উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'শত চেষ্টা বিফলে গিয়ে কালজানির সেই কিশোরী আজ এম.জে.এন মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করল। তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। আর দোষীদের আইনানুগ চরম শাস্তি চাই।'



এদিকে শুভ্রালোক দাস লেখেন, 'গভীর যন্ত্রণা - তীব্র ক্রোধ... সব চেষ্টা ব্যর্থ করে কোচবিহার কালজানী খাপাইডাঙার ধর্ষিতা নবম শ্রেণীর নাবালিকা ছাত্রীর মৃত্যু হলো। ধর্ষকদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। ছাত্র সহ গোটা সমাজ গর্জে উঠুক....'