WBSSC: চাকরির পরীক্ষার উত্তরপত্রে কারচুপি ৯০৭ শিক্ষকের তালিকা প্রকাশ করলো SSC
চাকরির পরীক্ষার উত্তরপত্রে কারচুপি! এবার ৯০৭ কর্মরত একাদশ-দ্বাদশের শিক্ষকের তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন (SSC)। কর্মরত কিছু শিক্ষকের উত্তরপত্রে কারচুপির অভিযোগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় উত্তরপত্র প্রকাশের নির্দেশ দিয়েছিলেন কিন্তু সুপ্রিমকোর্ট উত্তরপত্র প্রকাশে স্থগিতাদেশ দেওয়ায় আজ স্কুল সার্ভিস কমিশন (SSC) শিক্ষকদের নাম ও রোল নং দিয়ে তালিকা প্রকাশ করলো।
ববিতা সরকারের করা একটি মামলায় গত ৭ জুলাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২০১৬ সালে একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পাওয়া শিক্ষকদের উত্তরপত্র (907 teacher List) প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলে সেখানে একক বেঞ্চ এর রায় বহাল রাখে। এরপর তার গড়ায় সুপ্রিমকোর্ট পর্যন্ত। তবে সুপ্রিমকোর্ট লিস্ট প্রকাশে কিছু না বললেও উত্তরপত্র প্রকাশে স্থগিতাদেশ দেয় আদালত।
এই নিয়োগ প্রক্রিয়ায় ৫,৫০০ জনকে চাকরি দেওয়া হয়েছিল। আদালতের নির্দেশে বলা হয়েছে ৫৫০০ জন-সহ ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের উত্তরপত্র (ওএমআর শিট) প্রকাশ করতে হবে। শুধু তাই নয় উত্তরপত্রের পাশাপাশি নাম, বাবার নাম, ঠিকানা, স্কুলের নাম-সহ ৯০৭ জনের তালিকাও (907 teacher List) প্রকাশ করতে হবে। জানা গেছে, বিকৃত উত্তরপত্র উদ্ধার করেছিল সিবিআই।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলে ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের নির্দেশই বহাল রাখে। এর পর এসএসসি এবং চাকরিপ্রার্থীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে মঙ্গলবার এই ৯০৭ শিক্ষকের (SSC) উত্তরপত্র (907 teacher List) দেখতে চায় শীর্ষ আদালত। বলা হয়েছে খাম বন্দি করে উত্তরপত্র গুলি দিতে। তবে তা প্রকাশের বিষয়ে এক সপ্তাহের অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এক সপ্তাহ পরে সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে। এদিকে আজ ৯০৭ জনের তালিকা (907 teacher List) প্রকাশ করে দিল কমিশন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊