Latest News

6/recent/ticker-posts

Ad Code

শতাধিক কর্মী সমর্থক নিয়ে প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির প্রার্থী

শতাধিক কর্মী সমর্থক নিয়ে প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির প্রার্থী

TMC Campaign



জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ

ডুয়ার্সের ক্রান্তি পঞ্চায়েত সমিতির ১২ নং আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মেহেবুব আলম মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে প্রচার শুরু করলেন।লাটাগুড়ি-ক্রান্তি রাজ্য সড়কের মসজিদ মোড় থেকে তিনি এদিন প্রচার শুরু করেন। প্রচারের প্রথম দিনেই শতাধিক কর্মী সমর্থক ছিলেন মেহেবুব আলমের সাথে। প্রচারের সাথে কর্মী সমর্থকদের স্লোগান রীতিমতো মিছিলের আকার নিয়ে নেয়। 



প্রবীন ব্যাক্তিদের পায়ে হাত দিয়ে প্রণাম করে তাদের আশীর্বাদ নিয়ে প্রচারে নামেন মেহবুব আলম। মসজিদ মোড়ের বেশ কয়েকটি দোকানদারের কাছেও যান তিনি। উল্লেখ্য লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ২০/২৩৯, ২৪০, ২৪১, ২৪২ এই চারটি বুথ নিয়ে ক্রান্তি পঞ্চায়েত সমিতির এই আসন। মূলত রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ানগুলি তুলে ধরেই প্রচার চালাবেন তিনি। 



উল্লেখ্য ক্রান্তি ব্লকের তৃণমূলের প্রাক্তন সভাপতি ছিলেন মেহবুব আলম। আর সেই কারণেই গোটা এলাকা তার হাতের তালুর মতো চেনা। ঠিক একই ভাবে এলাকার মানুষও তাকে খুব কাছ থেকে চেনেন। তার বিরুদ্ধে বিজেপি, সিপিএম এবং নির্দল প্রার্থী রয়েছে। যদিও জয়ের ব্যাপারে একশ শতাংশ নিশ্চিত মেহেবুব আলম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code