রাজ্যের পর এবার গ্রাম বাংলার সংগীত শিল্পীদের তুলে আনতে সঙ্গীত মেলা

Sangeet mela


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-

রাজ্যের পর এবার গ্রাম বাংলার সংগীত শিল্পীদের তুলে আনতে জেলার ১২৫ জন সংগীত শিল্পীদের নিয়ে আগামী বুধবার থেকে বর্ধমান সংস্কৃতি লোকো মঞ্চে শুরু হতে চলেছে সংগীত মেলা।দ্বিতীয় বর্ষ সংগীত মেলার উদ্বোধন করবেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী তথা বিশিষ্ঠ সংগীত শিল্পী ইন্দ্রনীল সেন,এছাড়া উপস্থিত থাকবেন বিশিষ্ট চিত্রভিনেতা আবির চ্যাটার্জি। সাংবাদিক সম্মেলনে একথা বলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। 



সাংবাদিক সম্মেলনে বিধায়ক বলেন প্রথম বর্ষের সংগীত মেলার পাঁচজন শিল্পীদের কোলকাতার সংগীত মেলায় অংগ্ৰহনের জন্য পাঠানো হয়েছিলো। এবছরেও কয়েকজন সংগীত শিল্পীদের কোলকাতা সংগীত মেলায় অংগ্ৰহনের জন্য পাঠানো হবে।


খোকন দাস বলেন টানা সাতদিন এই সংগীত মেলায় উপস্থিত থাকবেন কোলকাতা, মুম্বইয়ের বিশিষ্ট সংগীত শিল্পীরা।প্রতিদিন বিশিষ্ট শিল্পীদের গানের উপর গান গাইবেন এই গ্ৰাম বাংলার শিল্পীরা।২২শে জুন সংগীত মেলায় উপস্থিত থাকবেন বিশিষ্ট সংগীত শিল্পী আরতি মুখপাধ্যায়ের গানের উপর গান গাইবেন জেলার শিল্পীরা ওই দিন বিশিষ্ট শিল্পী হিসেবে উপস্থিত থাকবেন শম্পা কুণ্ডু। ২৩ শে জুন মান্না দের গানের উপর গান গাইবেন মনোময় ভট্টাচার্য। ২৪ শে জুন হেমন্ত মুখোপাধ্যায় গান গাইবেন শ্রীকান্ত আচার্য।



২৫ শে জুন শ্যামল মিত্রের গানের উপর গান গাইবেন সৈকত মিত্র। ২৬ শে জুন আশা ভোঁষলের গানের উপর গান গাইবেন মাধুরী দে। ২৭ শে জুন কিশোর কুমারের গানের উপর গান গাইবেন সৃজিত চট্টোপাধ্যায়।বিনা মূল্যেই দেখাযাবে এই সাতদিনের সংগীত মেলা।