অবৈধভাবে এশিয়ান হাইওয়েতে পার্কিং করে রাখা ভিন রাজ্যের লরি। আর সেই গাড়ীর বিরূদ্ধে অভিযানে নামলো ধূপগুড়ি ট্রাফিক গার্ড

Dhupguri police




জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ


বুধবার সকালে ধূপগুড়ি ব্লকের ঠাকুরপাঠ এলাকায় এশিয়ান হাইওয়েতে যানজট মুক্ত করতে অভিযানে নামে ধূপগুড়ি ট্রাফিক ওসি সুবীর সাহা। দুইটি লরিকে আটক করে পুলিশ। 



জানা যায়, অবৈধ ভাবে হাইওয়ের ওপর গাড়ি দাঁড় করিয়ে খেতে যান চালকরা। যার যেরে রাস্তা দিয়ে চলাচল করতে সমস্যার সম্মুখীন হতে হয় অন্যান্য গাড়ী চালক দের। সেই সাথে দূর্ঘটনার ঝুঁকি এড়াতে এই উদ্ধক ট্রাফিক গার্ডের।



ট্রাফিক গার্ড সূত্রে খবর, এশিয়ান হাইওয়েতে দুর্ঘটনা রুখতেই এই পদক্ষেপ। বিভিন্ন জায়গায় পার্কিং জোন থাকলেও রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রাখায় যানজট তৈরী হয় যার ফলে দুর্ঘটনা ঘটে। আগামীদিনেও এরকম অভিযান চলবে। সতর্ক করার পাশাপাশি আর্থিক জরিমানাও করা হবে।