জোড়া হাতির মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো, জলপাইগুড়ির নাগরা কাটায়। জেলার নাগরাকাটার বামনডাঙা চা বাগানে

Elephant death




জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ


বুধবার সকালে চা বাগানের ১৪ নম্বর সেকশনের কাছে ডায়না নদীর ধারে হাতি দুটির দেহ পড়ে থাকতে দেখেন আশপাশের লোকজন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বজ্রপাতে হাতি দুটির মৃত্যু হয়েছে।




স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার রাতে বজ্রপাত হচ্ছিল ওই এলাকায়। এরপর আজ ভোরে তাঁরা ডায়না নদীর ধারে একটি ফাঁকা জমিতে হাতি দুটির দেহ পড়ে থাকতে দেখেন। এরপর আশেপাশে লোকজন সকলের ছুটে আসেন। 



ঘটনার খবর পৌঁছায় বনদপ্তরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন বন দপ্তরের কর্মীরা। তাঁরা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানা গেছে। হাতি দুটির দেহ ময়না তদন্ত করা হবে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে।