কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী শুচিস্মিতা কেন নিলেন এমন সিদ্ধান্ত ! জেলা জুড়ে শোরগোল ! 


women with salwar




একদিকে যখন পঞ্চায়েতের টিকিট নিয়ে দলীয় কোন্দলে জেরবার তৃণমূল, ঠিক সেই সময় কোচবিহার জেলাপরিষদের কর্মাধ্যক্ষা তথা কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী শুচিস্মিতা দেবশর্মা পঞ্চায়েত ভোটে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন।


শুচিস্মিতা দেবশর্মার এই সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়তেই জেলা জুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। কি কারনে এই সিদ্ধান্ত নিলেন নেত্রী তা নিয়ে চলছে জোর কল্পনা।


সোমবার বিকেলে তিনি জানান, তিনি এবারের পঞ্চায়েত ভোটে দাড়াচ্ছেন না। সাংবাদিকদের সামনে তিনি জানান- দলে নবজোয়ার শুরু হয়েছে, নতুনরা সুযোগ পাক আমি এটাই চাইছি। প্রয়োজনে প্রার্থীদের হয়ে আমি প্রচার চালাবো, কিন্তু নিজে এবার ভোটে দাঁড়াতে চাইছি না। 


পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া যখন শুরু হয়েছে সেই পরিস্থিতিতে তৃনমূল জেলা সভানেত্রীর এই সিদ্ধান্ত জেলা জুড়ে ব্যাপক শোড়গোল ফেলে দিয়েছে।


এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেছেন- তাকে আমরা ডেকে নিয়ে কথাবার্তা বলব। মূলত উনি যে সিটে আগে দাঁড়িয়ে ছিলেন সেটা এখন পুরুষ সিট হয়েছে । কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছে। আমরা উনাকে ডেকে বিষয়টা দেখছি।