পঞ্চায়েত নির্বাচনের আগ তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উত্তাল গোটা শহর

East Burdwan


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-

পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উত্তাল গোটা শহর।পাশাপাশি ভাংচুর চালানো হয় তৃণমূলেরই মহিলা সয়ম্ভর গোষ্ঠীর ক্যান্টিন ও কয়েকটি দোকানপাট।



পূর্ব বর্ধমানের দত্ত সেন্টারের এই ঘটনায় সদর থানায় অভিযোগ জানাতে গেলে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।



গত রাতে দত্তসেন্টারে অবস্থিত তৃণমূলের পাটি অফিস সহ মহিলা দারা পরিচালিত একটি ক্যান্টিন ও বেশ কয়েকটি দোকান পাট ভেঙ্গেদেওয়ার পাশাপাশি লুটপাট চালানো হয়। তবে রাতের অন্ধকারে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে স্পষ্ট ভাবে পরিস্কার না হলেও সন্দেহের তীর শাসক দেলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে।



তবে স্থানীয় সূত্রে খবর রাতের অন্ধকারে প্রায় ৩০/৩৫ জন দুষ্কৃতী এসে এই ভাঙচুর চালায়। তৃণমূল পার্টি অফিসের মধ্যে জানলা, দরজা , ফ্যান, লাইট সাবমিটার সহ একাধিক জিনিস পত্র ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ।



নিজেদের পরিচয় গোপন রাখতে পার্টি অফিসের সামনে থাকা সিসি টিভি ক্যামেরাও ভেঙে দেয়া হয়।



তৃণমূল কংগ্রেস সাধারন সম্পাদক আব্দুল রব বলেন কোনো প্রভাবশালী ব্যাক্তির পরোচনায় কয়েকজন দুষ্কৃতী রাতের অন্ধকারে কাপুরুষের মতো এসে এই পার্টি অফিস ভাংচুর চালায়। পার্টি অফিসে থাকা চেয়ার,টেবিল,আলমারি,টিভি লুট করে নিয়ে যায়।



থানায় এফ আই আর করতে গেলে দীর্ঘক্ষণ বসিয়ে রাখেন বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন আব্দুল রব।