WB Panchayat Election 2023 : পঞ্চায়েত নির্বাচনে রাজ্য পুলিস না কেন্দ্রীয় বাহিনী?
পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Election 2023) দিনক্ষণ ঘোষণার আগের থেকেই কেন্দ্রীয় বাহিনীর দাবী করে আসছে বিভিন্ন সরকারী কর্মচারী সংগঠন। কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণার দিন নির্বাচন কমিশনার রাজ্য পুলিশেই আস্থা রাখার কথা বলেছেন। ফলে কেন্দ্রীয় বাহিনীর দাবীতে আদালতে মামলা গড়ায়।
গতকাল রাজ্যের পঞ্চায়েত নির্বাচন (WB Panchayat Election 2023) সংক্রান্ত একটি গুরুত্ব পূর্ণ মামলার দীর্ঘ সময় ধরে শুনানি চলে। নির্বাচন সংক্রান্ত নানান বিষয় শুনানিতে উঠে আসে।
এদিন রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, "সুষ্ঠু ভোট করাতে নিরাপত্তার বিষয়টি কমিশন বরাবরই গুরুত্ব দিয়ে এসেছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিয়ে আদালত বলে দিতে পারে না। এর আগে পুরসভার ভোটের সময়ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে হাই কোর্ট কমিশনের উপরেই স্বাধীনতা দিয়েছিল।"
প্রধান বিচারপতি এই প্রসঙ্গে বলেন, "হাই কোর্ট তো এটাও বলেছিল, কোনও অশান্তির ঘটনা ঘটলে নির্বাচন কমিশন দায়ী থাকবে। কোনও অশান্তি কি তখন হয়নি?"
এর উত্তর প্রসঙ্গে বিজেপির আইনজীবী বলেন, "প্রচুর জায়গায় অশান্তি হয়েছিল। রক্তপাতও হয়েছিল।"
এদিন পঞ্চায়েত নির্বাচনে (WB Panchayat Election 2023) সিভিক ভলান্টিয়ার বা চুক্তি ভিত্তিক কর্মীদের ভোটের কাজে ব্যাবহার করার বিরুদ্ধে মত দিয়েছেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। বিচারপতি বলেন, ‘‘আমরা চাই কোনও চুক্তিভিত্তিক কর্মী বা সিভিক ভলান্টিয়ার কোনও ভাবেই এই নির্বাচনে যেন অংশ না নেয়। এই নির্বাচন প্রক্রিয়া থেকে তাঁদের বাদ রাখা হোক। কমিশন এই বিষয়টি বিবেচনা করে দেখুক।’’
বিজেপি, কংগ্রেস, সিপিএমের পাশাপাশি অন্যান্য জনস্বার্থ মামলাকারীরাও আপত্তি তুলেছেন ভোটে সিভিক ভলান্টিয়ার বা চুক্তিভিত্তিক কর্মীদের ব্যবহার করা নিয়ে। তার পরেই এই মত দিয়েছেন প্রধান বিচারপতি।
এই প্রসঙ্গে সিপিএমের আইনজীবী বলেন, ‘‘ইন্সপেক্টর জেনারেল আদালতে রিপোর্ট দিয়ে জানিয়েছেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সিভিক ভলান্টিয়ার কাজ করবে না। কিন্তু গত দু'দিনে দেখা গিয়েছে, রানিনগর এবং ডোমকলে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে নেমে পড়েছে সিভিক ভলান্টিয়াররা। ভোট করাতে সম্ভবত পর্যাপ্ত পুলিশও নেই রাজ্যের কাছে।’’
অপরদিকে পঞ্চায়েত ভোটে (WB Panchayat Election 2023) আধা সামরিক বাহিনী মোতায়েনের আর্জি জানিয়েছে কংগ্রেসও। তবে শুধু আধা সামরিক বাহিনীই নয়, কংগ্রেসের আইনজীবী বলেন, "ভোটগ্রহণ কেন্দ্রের ভিতরের পাশাপাশি বাইরেও সিসিটিভি ক্যামেরা বসানো হোক। আমাদের মতে, ভোটগ্রহণ কেন্দ্রের ১ কিলোমিটার পর্যন্ত সবটাই ভিডিয়োগ্রাফি করা হোক।’’
কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পক্ষে আর্জি জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চও । সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী আরও গুরুতর সমস্যার কথা তুলে ধরে কেন্দ্রীয় বাহিনীর আবেদন জানিয়েছেন। সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী বলেন, "ইতিমধ্যে এই সংগঠনের কর্মীদের হুমকি দেওয়া হয়েছে। তাই এঁরা যাতে সুষ্ঠু ভাবে ভোটগ্রহণ করাতে পারেন, তা নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক।"
বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল থেকে সরকারী কর্মচারীদের সংগঠনের পক্ষ থেকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে (WB Panchayat Election 2023) কেন্দ্রীয় বাহিনীর দাবী একযোগে উঠেছে। যাতে সায় মিলেছে আদালতেরও । তবে চুড়ান্ত রায়দান এখনো বাকি। গতকাল দীর্ঘ শুনানির পর রায়দান স্থগিত রাখা হয়েছে। আদালতের রায়েই স্পষ্ট হবে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (WB Panchayat Election 2023) রাজ্য পুলিশের নিয়ন্ত্রনে না কেন্দ্রীয় বাহিনীর ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊