WB Panchayat Election: কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
হাইকোর্টে ও সুপ্রিমকোর্টে ধাক্কা খাওয়ার পর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পঞ্চায়েত নির্বাচন করাতে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে আবেদন করেছে রাজ্য নির্বাচন কমিশন। ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করালে একজন কেন্দ্রীয় বাহিনী জওয়ানের দায়িত্বে থাকবে প্রায় ২৮টি বুথ। কমিশনের বাহিনী মোতায়েন নিয়ে এই সিদ্ধান্তের পর প্রহসন বলেই প্রশ্ন তুলছে বিভিন্ন মহল। জেলা প্রতি মাত্র এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এলে কীভাবে শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত ভোট (Panchayat Election) হবে রাজ্যে ? প্রশ্ন তুলছে বিভিন্ন মহল।
এদিকে আজ কলকাতা হাইকোর্ট রাজ্য পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত মামলায় কড়আ নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশনকে। ২০১৩ সালে যে সংখ্যাক বাহিনী ছিল তার থেকে বেশি সংখ্যক বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ ২৪ ঘণ্টার মধ্যে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী চাইতে হবে কমিশনকে।
কলকাতা হাইকোর্টের বিচারপতির আরও পর্যবেক্ষন কমিশনার যদি চাপ সামলাতে না পারে তবে সড়ে দাড়াক। সেক্ষেত্রে রাজ্যের রাজ্যপাল নয়া নির্বাচন কমিশনার নিয়োগ করবে। এমনটাই নাকি মন্তব্য করেছেন বিচারপতি। উল্লেখ্য,পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কয়েকদিন ধরেই বিস্তর আলোচনা হচ্ছে। গতকালই কমিশন কেন্দ্রের কাছে প্রতিটি জেলার জন্য ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে। অতএব ২২ জেলার জন্য ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে কমিশন। ফলে শান্তিপূর্ণ নির্বাচন হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিভিন্ন মহল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊