ANM-GNM Entrance Exam: পিছিয়ে গেল ANM-GNM নার্সিং -এর প্রবেশিকা পরীক্ষা


ANM & GNM



West Bengal Joint Entrance Examinations Board এর ANM - GNM এ ভর্তির প্রবেশিকা পরীক্ষা পিছিয়ে গেল। ২রা জুলাই ২০২৩ -এ এই পরীক্ষা সারা রাজ্য জুড়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেইদিন আর হচ্ছে না পরীক্ষা। বোর্ডের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হল পরীক্ষা হবে ২৩ই জুলাই ২০২৩।



দেখে নিন বিজ্ঞপ্তি:

ANM GNM EXAM NOTICE



উচ্চ মাধ্যমিক পাশের পর বর্তমান সময়ে নার্সিং পড়ার ঝোঁক অনেক বেশি। ফলে রাজ্যের বিপুল পরিমাণ শিক্ষার্থী এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং পরীক্ষার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।