Kalighater kaku arrested: গ্রেফতার কালীঘাটের কাকু!


Kalighater kaku arrested



দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হল 'কালীঘাটের কাকু' (Kalighater kaku) ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে ৷


নিয়োগ দুর্নীতি কাণ্ডে (recruitment scams) এ দিন সুজয়কৃষ্ণ ভদ্রকে ডেকে পাঠিয়েছিল ইডি (ED) ৷ প্রায় ১১ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়।  তথ্য গোপন, তদন্তে অসহযোগিতা করায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি ইডি (ED) সূত্রে।


'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র নিজেই সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কাজ করেন ৷ ফলে আজ 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের গ্রেফতারি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ৷


নিয়োগ দুর্নীতি কাণ্ডে (recruitment scams) অভিযুক্ত গোপাল দলপতি, তাপস মণ্ডল, কুন্তল ঘোষদের মুখে প্রথম কালীঘাটের কাকুর কাছে টাকা পাঠানোর কথা শোনা যায় ৷ আরও পড়ুন: কালীঘাটের কাকু, তারপরে কে? সাংবাদিকদের সামনে কি বললেন বিমান বসু ! 


তাঁর নাম সামনে আসার পরই 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র দাবি করেছিলেন, তিনি যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কাজ করেন সেই কারণেই তাঁকে হেনস্থা করা হচ্ছে৷