সরকারি আমলার গাছাড়া মনোভাবের জন্য স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশন পড়িয়ে যাচ্ছে !


tuition


অভীক মিত্র, বীরভূম: 

অর্থ জ্ঞান অর্থ ধ্যান অর্থ চিন্তামনি এই আশাতে স্কুল পালিয়ে করি টিউশনি - এই স্লোগানকে সামনে রেখে পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যান সমিতির রামপুরহাট ইউনিট পক্ষ থেকে বিদ্যালয় ও কলেজ শিক্ষকদের টিউশনি পড়ানো বন্ধের দাবিতে মঙ্গলবার সিউড়ি শহরে পদযাত্রা করলো ।

রাজ্য সম্পাদক অনিকেন্দু চক্রবর্তী বলেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা হয়েছে । আদালতের নির্দেশ সত্ত্বেও কিছু সরকারি আমলার গাছাড়া মনোভাবের জন্য স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশন পড়িয়ে যাচ্ছে ।"


তিনি আরও বলেন- "বারবার আমাদের জীবনজীবিকা নিয়ে প্রশ্ন উঠছে । গৃহশিক্ষকদের মর্যাদা দেওয়া হচ্ছে না ।"

পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যান সমিতির বীরভূম জেলা সভাপতি অভিজিৎ চট্টরাজ বলেন, "বিগত পাঁচবছর ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ডিআইকে বারবার ডেপুটেশন দেওয়া সত্ত্বেও কোনো সুরাহা হয় নি । "


এদিন অর্থ জ্ঞান অর্থ ধ্যান অর্থ চিন্তামনি এই আশাতে স্কুল পালিয়ে করি টিউশনি -এই ধরণের স্লোগানে প্রায় ১৫০'এর বেশি গৃহশিক্ষক শহর পরিক্রমা করে বিদ্যালয় পরিদর্শক (উচ্চ শিক্ষা)কে স্মারকলিপি প্রদান করে ।