নতুন শিক্ষা নীতির বিরোধিতায় ICDS কর্মী সংগঠন
দু মাস ধরে বন্ধ ভাতা দ্রুত প্রদান সহ ১০ দফা দাবীতে জলপাইগুড়ি শহরে বিক্ষোভ মিছিল করে স্বারকলীপি প্রদান আই সি ডি এস (ICDS) কর্মী সমিতির।
মঙ্গলবার সংগঠনের জেলা কমিটির পক্ষ থেকে আয়োজিত এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়।
এরপর আই সি ডি এস (ICDS) কর্মীদের বকেয়া ভাতা দ্রুত প্রদান করা সহ অন্যান্য দাবি গুলোর দ্রুত সমাধানের বিষয়ে জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক তেজস্বী রানার মাধ্যমে রাজ্য সরকারকে অবহিত করে সংগঠণের প্রতিনিধিরা।
এই আন্দোলন প্রসঙ্গে জেলা কমিটির সম্পাদিকা দেবযানী বাসু জানান, একদিকে আমাদের সংগঠন যেমন নতুন শিক্ষা নীতির তীব্র বিরোধিতা করছে, পাশাপাশি আমাদের সম্মানিক বাবদ যে অর্থ গত দুমাস ধরে বকেয়া রয়েছে সেটি দ্রুত প্রদানের দাবিতেই এই আন্দোলন কর্মসূচি।
একটি মন্তব্য পোস্ট করুন