দুই বছর পর পুলিশের প্রচেষ্টায় ঘরের মেয়ে ফিরে গেলাে ঘরে

Sangbad Ekalavya
0
দুই বছর পর পুলিশের প্রচেষ্টায় ঘরের মেয়ে ফিরে গেলাে ঘরে

public



উল্লেখ্য গত ৮/১২/২০২০ তারিখে বারাবনি এলাকা থেকে এক মানসিক ভারসাম্যহীন মেয়েকে উদ্ধার করেছিল বারাবনি থানা ।

তৎকালীন বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে ছিলেন অরিন্দম মন্ডল এবং সূত্রের খবর অনুযায়ী পরের দিনে তাকে আসানসোল জেলা আদালতে তোলা হয় । মানসিক ভারসাম্য থাকায় তাকে আসানসোল সরস্বতী হোমে তার চিকিৎসা জন্য নির্দেশ দেন জেলা আদালত ।

দুই বছর পর মানসিক ভারসাম্যহীনতা ঠিক হওয়ায় সেই মহিলা তার ঠিকানা বলতে পারেন । তিনি জানান তার নাম আলেখা দেবী চৌধুরী ,বাড়ি মুঙ্গের জেলার ধরোরা থানার অন্তর্গত কসবা গ্রাম ।

এরপর বর্তমানে যিনি বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক আছেন মনোরঞ্জন মন্ডলের প্রচেষ্টায় এক পুলিশের টিম গিয়ে তার বাড়িতে খবর দেন এবং বুধবার জেলা আদালতের নির্দেশ মতো বিকেল নাগাদ তার স্বামী তাকে নিয়ে যান ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top