Nisith Pramanik : নিশীথ প্রামাণিকের হাত ধরে তৃণমূলে ভাঙ্গন অব্যাহত

Nisith Pramanik : নিশীথ প্রামাণিকের হাত ধরে তৃণমূলে ভাঙ্গন অব্যাহত


nisith pramanikনিশীথ প্রামাণিকের হাত ধরে তৃণমূলে ভাঙ্গন অব্যাহত । বুধবার ভেটাগুড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান রতন বর্মন এবং তিনজন পঞ্চায়েত সদস্য সহ অঞ্চল নেতৃত্ব এবং ২০০টি পরিবার বিজেপিতে যোগ দিলো।

বুধবার সন্ধ্যায় ভেটাগুড়ি চৌপথিতে যোগদান অনুষ্ঠান কর্মসূচি আয়োজিত হয়। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগ দিল ভেটাগুড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান রতন বর্মন, পঞ্চায়েত সদস্য প্রবিন বর্মন, সদস্যা কাকলি বর্মন, সুমিতা বর্মন, দিনহাটা ১ নম্বর বি ব্লক যুব তৃণমূল সহ-সভাপতি চন্দন বর্মন, কয়েকজন অঞ্চল কমিটির সদস্য সহ ২০০ টি পরিবার এদিন বিজেপিতে যোগ দিল।

তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী নিশীথ প্রামাণিক। উল্লেখ্য বিগত কয়েক সপ্তাহ থেকে তৃণমূলের ভাঙ্গন ধরাচ্ছেন মন্ত্রী।

Post a Comment