SSC CHSL 2023: উচ্চমাধ্যমিক যোগ্যতায় একাধিক শূন্যপদে নিয়োগ, এখনি আবেদন করুন
উচ্চ মাধ্যমিক যোগ্যতায় স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড হাইয়ার সেকেন্ডারি লেভেলে নিয়োগে আবেদন গ্রহন শুরু করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট www.ssc.nic.in এ গিয়ে আবেদন করতে পারেন। ৯ই মে ২০২৩ থেকে আবেদন গ্রহন শুরু হয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন গ্রহন আরম্ভের তারিখ: ৯ই মে, ২০২৩
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ৮ই জুন ২০২৩
অনলাইন ফি জমা করার শেষ তারিখ: ৯ই জুন ২০২৩
অফলাইন ফি জমা করার শেষ তারিখ: ১০ই জুন ২০২৩
আবেদন ফি:
জেনারেল/EWS/ OBC: ১০০ টাকা
SC/ST/PH: ০০ টাকা
যেকোনো মহিলা প্রার্থীদের কোনোরূপ ফি প্রদান করতে হবে না।
বয়সসীমা: প্রার্থীর বয়স ১৮-২৭ বছরের মধ্যে হতে হবে। নিয়ম অনুযায়ী সংরক্ষিতরা বয়সের ছাড় পাবেন।
শূন্যপদ:
Lower Division Clerk LDC /Junior Secretariat Assistant JSA
Postal Assistant PA / Sorting Assistant
Data Entry Operators (DEOs)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊