WhatsApp: নয়া ফিচার্স নিয়ে আসছে WhatsApp, চমকে যাবেন আপনিও

WhatsApp New Features

WhatsApp


বিশ্বের জনপ্রিয় সোশ্যাল মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। দিনের পর দিন এক এক করে নানান আপডেট নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ২১টি নতুন ইমোজির রোল আউট শুরু করেছে অ্যান্ড্রয়েড বিটা টেস্টারদের জন্য।



হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, এই নতুন ইমোজিগুলির জন্য ইউজারদের কোনও নতুন ধরনের কিবোর্ড ডাউনলোড করার বা ব্যবহার করার প্রয়োজন নেই। কারণ লেটেস্ট Unicode 15.0- তেই রয়েছে এই নতুন ২১টি ইমোজি যেগুলো হোয়াটসঅ্যাপের অফিশিয়াল কিবোর্ড থেকেই সরাসরি পাঠানো সম্ভব।



এদিকে হোয়াটসঅ্যাপ কল মিউট ফিচার্স নিয়ে আসছে‌। এই ফিচার্সে অচেনা নম্বর থেকে আসা কল আগেভাগেই মিউট করার সুযোগ পাবেন ইউজাররা। জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারের নাম 'সাইলেন্স আননোন কলার'।



আবার, ট্যাবলেটের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের নতুন লেআউটের কথা ভাবা হচ্ছে। সাধারণত ট্যাবের স্ক্রিনজুড়ে থাকে চ্যাটবক্স। সেটারই পরিবর্তন হতে চলেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ