হিমঘর থেকে বন্ড পাচ্ছেন না কৃষকরা, রাস্তায় আলু -টমেটো ফেলে প্রতিবাদ 

protester



বাজারে এখন আলুর দাম একেবারেই তলানিতে। অথচ আলু মজুত করে রাখার জন্য হিমঘর থেকে বন্ড পাচ্ছেন না কৃষকরা। এর‌ই প্রতিবাদে এবার সরব হল বিজেপি কিষাণ মোর্চার সদস্যরা।

জলপাইগুড়ি শহরের রাস্তায় বিক্ষোভ অবস্থান করেন তারা। শহরের ডিবিসি রোড এলাকায় রাস্তায় আলু ও টমেটো ফেলে দিয়ে দীর্ঘ‍ক্ষণ বিক্ষোভ দেখান কৃষকরা।

আন্দোলনে সামিল হন বিজেপির কৃষক সংগঠন কিষাণ মোর্চা‌র সভাপতি নকুল রায়। অবিলম্বে আলুর ন‍্যায‍্য মূল্যে‌র দাবি করেন তারা। পাশাপাশি হিমঘরে আলু মজুত রাখার ব‍্যবস্থা করার দাবি জানান।

বিজেপি কৃষক সংগঠনের সদস্যদের অভিযোগ, এবছর আলু চাষ করতে গিয়ে যে টাকা খরচ হয়েছে আলু বিক্রি করে তার অর্ধেক মূল‍্য‌ও পাচ্ছেন না তারা। বাজারে ও হাটে এনে জলের দরে আলু বিক্রি করতে হচ্ছে চাষিদের। আলু বিক্রি করে তারা উৎপাদনের খরচ‌টুকু‌ও তুলতে পারছেন না। বর্তমানে আলুর বাজার দর একেবারেই তলানিতে রয়েছে। এই মুহুর্তে আলুর সঠিক দাম না পেয়ে হতাশ হয়ে পড়েছেন চাষিরা। এর‌ই প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ আন্দোলন শুরু করেছে‌ন।