2014 Primary TET Aptitude Test Report 



2014 Primary TET Aptitude Test Report



প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ (Primary Teacher Recruitment Interview) নিয়ে জল গড়িয়েছে কলকাতা উচ্চ আদালত পর্যন্ত। সেই মামলার সাক্ষী হিসাবে ৩ টি জেলার ৩০ জন শিক্ষককে নিয়ে রুদ্ধদার জেরা করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর সেই জেরায় যে তথ্য উঠে এসেছিলো এবার তা সামনে এলো।


প্রাথমিক শিক্ষক নিয়োগের (Primary Teacher Recruitment) পরীক্ষায় অ্যাপ্টিটিউড টেস্টে নিয়ম না মানার অভিযোগ করেছিলেন চাকরি প্রার্থীরা। তাই বিচারপতি এবার তলব করেছিলেন যারা যারা পরীক্ষা নিয়েছেন তাদেরকেই।


বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ইন্টারভিউয়ারদের মুখোমুখি হন । চলে রুদ্ধদার জেরা। সেই রুদ্ধদ্বার শুনানিতে পরীক্ষকেরা মেনে নিয়েছেন, অ্যাপ্টিটিউড পরীক্ষা অধিকাংশ ক্ষেত্রে পদ্ধতি মেনে হয়নি। এমনকি, কোনও কোনও ইন্টারভিউয়ার জানতেনই না পরীক্ষা নেওয়া হয় কোন পদ্ধতিতে।


কোর্টের অর্ডার কপিতে দেখা যাচ্ছে কোন কোন জেলায় এবং কিভাবে এই অ্যাপটিটিউড (2014 Primary TET Aptitude Test Report) টেস্ট নেওয়া হয়েছে ।


2014 Primary TET Aptitude Test Report

2014 Primary TET Aptitude Test Report



2014 Primary TET Aptitude Test Report