Revised order regarding benefit of Primary School Teachers
বি.এড এবং স্পেশাল ডি.এড ট্রেনিংপ্রাপ্ত প্রায় দুই শতাধিক প্রাথমিক শিক্ষক শিক্ষিকার ৬ মাসের ব্রিজ কোর্স না থাকায় তাদের 'এ' ক্যাটাগরির পে স্কেল প্রত্যাহার করার জন্য জলপাইগুড়ি ডি.পি.এস.সি-র চেয়ারম্যানের পক্ষ থেকে গত ২২ শে ফেব্রুয়ারি একটি নির্দেশিকা জারি করা হয়। বেশকিছু জেলায় এই ব্যাপারে কোন নির্দেশিকা জারি হয়নি। আবার ৩-৪ টি জেলায় নির্দেশিকা জারি হলেও সেটা প্রত্যাহার করা হয়েছে-এই যুক্তিকে সামনে রেখে এবং এন.সি.টি.ই-র পূর্ববর্তী বিভিন্ন নির্দেশিকার রেফারেন্স দিয়ে এই নির্দেশিকাটি প্রত্যাহার করার অনুরোধ জানিয়ে ডি.পি.এস.সি-র চেয়ারম্যান এবং ডি.আই-এর শরণাপন্ন হন শিক্ষক-শিক্ষিকারা।
এই খবর পাওয়ার সাথে সাথেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই নির্দেশিকার আওতাভুক্ত শিক্ষক-শিক্ষিকারা জলপাইগুড়ি ডি.পি.এস.সি চত্বরে ভিড় জমান। সমস্যার সমাধানে ঐকান্তিক সহযোগিতার জন্য উচ্ছ্বসিত শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি স্বপন বসাককে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊