লোকাল তরমুজ আসার আগেই বেঙ্গালোরের তরমুজে ছেয়েগেছে বাজার
গরমের সব থেকে জনপ্রিয় ফল তরমুজ (watermelons) । ৮ থেকে ৮০ সবার কাছের তরমুজের (watermelons) চাহিদা তুঙ্গে। উত্তরবঙ্গের বিভিন্ন নদীর চড়ে ব্যাপক হারে তরমুজের চাষ হয়ে আসছে।
তবে তিস্তা নদীতে চাষ করা লোকাল তরমুজ (watermelons) বাজারে আসতে এখনও অনেক টাই দেরী। তাই ভিন্ন রাজ্যর তরমুজে (watermelons) ছেয়েগেছে গোটা জলপাইগুড়ির বাজার। খেতেও চমৎকার-দাবি ব্যবসায়ীদের।
বিক্রি হচ্ছে 30থেকে 40টাকা কেজি। এপ্রিল মাসের মাঝের সময় থেকে লোকাল তরমুজ (watermelons) বাজারে আসে। ফলে তরমুজ খেতে অপেক্ষা করতে হয় অনেক মানুষদের। কিন্তু লোকাল তরমুজ বাজারে না আসলেও বেঙ্গালোরের তরমুজে বাজার ছেয়ে গেছে।
এই ধরনের তরমুজ (watermelons) বাজারেবিক্রি ভালোই হচ্ছে এমনটাই জানালেন তরমুজ ব্যবসায়ীরা। অন্য দিকে এক ক্রেতা বলেন এখনকার তরমুজ খুবই সুস্বাদু। খেতেও খুব ভালো। লোকাল তরমুজ আসতে আরও অনেক টাই সময় লাগবে। তাই এই তরমুজ খেয়ে গরমের দাহ থেকে বাঁচছি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊