পশ্চিমবঙ্গে শুধু একটাই শিল্প আছে বোমা শিল্প- দিলীপ ঘোষ


dilip ghosh



পুন্ডিবাড়িতে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ প্রাতঃভ্রমণ ও চায়েপে চর্চা কর্মসূচি পালন করলেন। বৃহস্পতিবার সকালে পুন্ডিবাড়ি এলাকায় তিনি প্রাত ভ্রমণ করেন পাশাপাশি চায় পে চর্চা কর্মসূচির মাধ্যমে জনসংযোগ কর্মসূচি সারেন তিনি। সেখানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপির সভাপতি তথা বিধায়ক সুকুমার রায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। চায়ে পে চর্চা কর্মসূচি চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন।




কোচবিহার বিমানবন্দরে বিমান পরিষেবা চালু প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন , তৃণমূল কংগ্রেস চান না কোচবিহার থেকে বিমান পরিষেবা চালু হোক। তাই বারংবার কখনো নিরাপত্তা তুলে নেওয়া কিংবা অসহযোগিতা করছে রাজ্য সরকার। তবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উদ্যোগে এবার বিমান পরিষেবা চালু হয়েছে বলেও তিনি জানান।

শুধু তাই নয় শিক্ষা ক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি হয়েছে তা নিয়েও তৃণমূল কংগ্রেসকে নিশানা করতে ছাড়েননি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সুকান্ত মঞ্চে এক সাংগঠনিক বৈঠকে যোগদান করতে এসে তিনি কড়া ভাষায় শাসক দল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করেন।

তিনি বলেন ত্রিপুরায় গিয়ে বাংলার মানুষের টাকা ধ্বংস করে তিনি পার্টি বানানোর চেষ্টা করছেন। বাংলার মানুষ কখনোই তা মেনে নেবে না। তুমি আরো বলেন বর্তমানে পশ্চিমবঙ্গে শুধু একটাই শিল্প আছে বোমা শিল্প। বোমার কারখানা তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বত্র। বিজেপিকে বাংলা থেকে সরিয়ে ফেলার স্বপ্ন তিনি ২০১৯ সাল থেকে দেখলেও সেই স্বপ্ন তার স্বপ্নই থেকে যাবে বলেও কটাক্ষ করেন তিনি। এরা সাধারণ মানুষের টাকা লুট করেছে সবাই জেলে যাবে।

এদিকে তুফানগঞ্জে বিজেপির কর্মীসভায় যোগ দিতে যাওয়ার পথে দিলীপ ঘোষের কনভয় ঘীরে গো ব্যাক স্লোগান ও কালো পতাকা দেখালো তৃণমূলের যুব কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত বিজেপির কার্যকারণী বৈঠকের ডাক দেওয়া হয় । সেই বৈঠকে যোগ দিতে যান বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। বৈঠকে যোগ দিতে যাবার পথে তুফানগঞ্জ থানার অন্তর্গত মুচিবাড়ি কদমতলা এলাকায় নাককাটি অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের তরফে দিলীপ ঘোষকে ঘিরে গোব্যাক স্লোগান দেওয়া হয় পাশাপাশি কালো পতাকা দেখানো হয়।