মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনেই তলব মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে, দিতে হল না হাজিরা


highcourt




আজ থেকে শুরু হয়েছে ২০২৩-এর মাধ্যমিক পরীক্ষা। এর মাঝেই আজকেই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে তলব করে হাইকোর্ট। পরে হাজিরা দিতে হল না মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে‌। মধ্যশিক্ষা পর্ষদকে চাকরির সুপারিশপত্র পর্ষদকে পাঠায় এসএসসি, তারপরও চাকরি দেওয়া হয়নি বলে অভিযোগ।




মাধ্যমিক পরীক্ষার দিনই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে তলব ঘিরে হইচই পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। অভিযোগ, ১২ বছর ধরে চাকরি পাননি পূর্ব মেদিনীপুরের অঞ্জনকুমার খাটুয়া। জানা যায় গত মাসে হাইকোর্ট নির্দেশ দিলে স্কুল সার্ভিস কমিশন চাকরির সুপারিশপত্র পাঠানো হয় পর্ষদকে। কিন্তু তারপরেই চাকরি দেওয়া হয়নি তাঁকে। এর পরই আদালত অবমাননার রুল জারি হয় যা মানা হয়নি বলে খবর। এতেই শেষ নয়। পর্ষদ অফিসে এই চাকরিপ্রার্থী চাকরি নিতে গেলে অপমানও করা হয় বলে দাবি। 


শোনা যায়, পর্ষদ অফিসের এক আধিকারিক বলেন, "আপনারা কি মনে করেন যখন খুশি নিয়োগপত্র দেওয়া যায়? আপনারা মেদিনীপুর থেকে আসেন, প্রচুর টাকা রয়েছে। মামলা দায়ের করে দেন। কলকাতা হাইকোর্ট এমন খারাপ নির্দেশ দেবে আর তা পালন করতে হবে। আপনি অন্ধ হয়ে চাকরি করতে চলে এসেছেন। আপনি কী ভাবে পড়াবেন?" 



শেষপর্যন্ত হাজিরা দিতে হল না মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে।